সাইবার ষড়যন্ত্রের শিকার ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
NEWS IN BENGALI

সাইবার ষড়যন্ত্রের শিকার ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

এবার সাইবার ষড়যন্ত্রের শিকার ত্রিপুরার কৃষি, পরিবহন, পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা রাজ্য পুলিশের সাইবার শাখার ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে সাইবার অপরাধীরা বেশ সক্রিয় হয়ে উঠেছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেগত কয়েক মাস আগে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সাইবার ষড়যন্ত্রের শিকার হন, এরপর গত বুধবার ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী  সুশান্ত চৌধুরী সাইবার ষড়যন্ত্রের শিকার হন তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন ত্রিপুরার মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায় সাইবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন

 মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নামে একটি হোয়াটসঅ্যাপে একাউন্ট খুলে সাইবার অপরাধীরা মানুষের কাছ থেকে টাকা চাইছে  ঘটনাটি মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়-এর  প্রকাশ্যে আসার সাথে সাথেই প্রথমে রাধাকিশোরপুর থানায় অভিযোগ জানান বৃহস্পতিবার রাত্রিতেই লিখিত অভিযোগ করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-এর আপ্ত সহায়ক তৃদ্বীপ দাস এবং  প্রবীর দাস পুলিশ মামলা রুজু করেছে

থানায় মামলা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনারা জানান ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজগুলিকে কালিমালিপ্ত করা এবং রাজ্যসভার সদস্যদের কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত করা হয়েছে বলে উনারা বলেনএখন দেখারা বিষয় রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা সাইবার ষড়যন্ত্রের চক্রদের সাথে  জড়িত অভিযুক্তদের আটক করতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়