উদয়পুরে  মাতা  সতীর  ৫১  পিঠের  এক  অন্যতম  পিঠ  মাতা  ত্রিপুরেশ্বরী  মন্দিরে  পুজো  দিলেন  ত্রিপুরার  নবনিযুক্ত  মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা
NEWS IN BENGALI

উদয়পুরে মাতা সতীর ৫১ পিঠের এক অন্যতম পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা

সোমবার উদয়পুরে মাতা সতীর   ৫১ পিঠের এক অন্যতম পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে এলেন ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা  নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর সাথে মাতাবাড়িতে পূজো দিতে আসেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সহধর্মিনী  মুখ্যমন্ত্রীকে   মাতাবাড়িতে স্বাগত জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়মন্ত্রী রামপদ জমাতিয়া, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির   একনিষ্ঠ কার্যকর্তাগন 

প্রথমে ত্রিপুরার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডা:মানিক সাহা   মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন  পরে মায়ের মন্দিরে থাকা শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী পরে মায়ের দীঘি তথা কল্যাণ সাগর দিঘিতে গিয়ে কল্যাণ সাগর দিঘিতে থাকা মাছ কচ্ছপকে খাবার দেন মুখ্যমন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী সোজা চলে যান ভিআইপি রুমে

পরে   মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আজ প্রথম দিন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন তিনি এবং ত্রিপুরার ৩৭ লক্ষ জনগণের মঙ্গলনার্থে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানান পাশাপাশি  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে শপথ নিয়েছিল ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ার তা বাস্তবায়ন করবেন বলে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা জানিয়েছেন