২৫৬৬ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগরতলা কুঞ্জবনস্থিত বেনুবন বুদ্ধ বিহার মন্দিরে।
বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তি নামে ও পরিচিত।বিশ্বজুড়েই এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়।এই তিথি বুদ্ধদেবের আবির্ভাব দিবস হিসেবে উল্লেখ রয়েছে ইতিহাসে।বৈদিক সাহিত্য মতে,ভগবান বুদ্ধ বিষ্ণুরই আর এক অবতার।পৃথিবী থেকে হিংসা,অসহিষ্ণুতা চিরতরে মুছে দিতে আবির্ভাব হয়েছিল বুদ্ধের।বৌদ্ধ ধর্মগ্রন্হ ত্রিপিটকে সেই বার্তাই দিয়েছিলেন তিনি।ইতিহাস বলে সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনীতে ৫৬৩ সাল নাগাদ জণ্মগ্রহন করেন।সোমবার ২৫৬৬ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আগরতলা কুঞ্জবনস্থিত বেনুবন বুদ্ধ বিহারে সারাদিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।