আসামের ডলু চা বাগান এলাকাটিতে বিমানবন্দর করার প্রস্তুতি নিয়েছে আসাম সরকার তারই প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশের সামনে  বিক্ষোভ
NEWS IN BENGALI

আসামের ডলু চা বাগান এলাকাটিতে বিমানবন্দর করার প্রস্তুতি নিয়েছে আসাম সরকার তারই প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ

আসামের ডলু চা বাগান এলাকাটিতে বিমানবন্দর করার প্রস্তুতি নিয়েছে আসাম সরকার তারই প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলা সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশের সামনে নিউ ট্রেড ইউনিয়ন ইনশেটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে বিক্ষোভ করতে গেলে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় তারা জানান, আসামে ডলু চা বাগান এলাকাটিতে চা বাগান ধ্বংস করে   বিমানবন্দর করার প্রস্তুতি নেয় আসাম সরকার

আসামের ডলু চা বাগান এলাকায় চা বাগান ধ্বংস করে যাতে   বিমানবন্দর না করে আসাম সরকার তারই প্রতিবাদ করতে গেলে আসামের আন্দোলনরত চা   শ্রমিকদের উপর যে বর্বরোচিত আক্রমণ সংগঠিত করা হয় তারই প্রতিবাদ জানিয়ে সোমবার নিউ ট্রেড ইউনিয়ন ইনেশেটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে আগরতলা সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কিন্তু আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স  থানার পুলিশ তাদের এই বিক্ষোভ কর্মসূচী শুরু হওয়ার আগেই তাদেরকে গ্রেপ্তার করে আগরতলা অরুন্ধতীনগরস্থিত পুলিশ লাইন মাঠে নিয়ে যায়